প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিইয়াং।
এক চিঠির মাধ্যমে তিনি এ অভিনন্দন জানান। আজ বিকেলে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জুন চিঠিটি পররাষ্ট্র সচিবের মাধ্যমে হস্তান্তর করেন।
এ অভিনন্দন বার্তায় চীনা প্রধানমন্ত্রী বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় চীন সরকার, জনগণ এবং আমার পক্ষ থেকে আপনাকে উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।