বাংলাদেশের নির্বাচন নিয়ে হতাশা থাকলেও শেখ হাসিনার নতুন সরকারের সঙ্গে অব্যাহতভাবে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেরি হার্ফ সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা জানান। মেরি হার্ফ বলেন, একই সঙ্গে নির্বাচন নিয়ে আমাদের হতাশার বিষয়টিও পরিস্কার করেছি। বাংলাদেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পরও যুক্তরাষ্ট্র বাংলাদেশের নবগঠিত শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজ করবে কিনা এ প্রশ্নের উত্তরেই মেরি হার্ফ এ জবাব দেন।
তিনি আরো বলেন, “আমরা নিশ্চিতভাবে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করি। কিন্তু এ (বাংলাদেশের) ক্ষেত্রে নির্বাচনের বিষয়ে আমাদের হতাশার কথা পরিস্কার করেছি। আমাদের কাছে মনে হয়েছে, বাংলাদেশের জনমতের গ্রহণযোগ্য প্রতিফলন ঘটেনি এ নির্বাচনে, যেহেতু প্রায় সবগুলো আসনেই প্রতিদ্বন্দ্বিতাহীন এবং নামকাওয়াস্তে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। সুতরাং এ বিষয়ে আমাদের অবস্থানের কথা তাদের কাছে তুলে ধরব।