প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার বেলা ১১টায় স্মৃতিসৌধে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার সঙ্গে মন্ত্রিপরিষদ সদস্য এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন সরকার গঠন ও তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া পর এটি স্মৃতিসৌধে তার প্রথম শ্রদ্ধা নিবেদন।