বৈদেশিক অনুদান গ্রহণ ও ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে এ সংক্রান্ত নতুন একটি আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবী কার্যক্রম) রেগুলেশন আইন, ২০১৪’ নামের এই আইনের খসড়ায় রাজনৈতিক দল, সুপ্রিম কোর্টের বিচারক, সংসদ সদস্য, সরকারি ও আধা-সরকারি কর্মচারী, জাতীয় সংসদ ও স্থানীয় পরিষদের নির্বাচিত প্রার্থীদের বৈদেশিক অনুদান গ্রহণ নিষিদ্ধের কথা বলা হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, “১৯৭৮ ও ১৯৮২ সালের দুটি অধ্যাদেশ দিয়ে এই কার্যক্রম পরিচালিত হয়, মূলত সামরিক শাসনামলের এ দুটি অধ্যাদেশ একত্রে আইনে পরিণত করার জন্যই এ উদ্যোগ।”
তিনি বলেন, খসড়ায় বৈদেশিক অনুদান গ্রহণ ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। এ আইন অনুযায়ী, যারা বৈদেশিক অনুদান নিবে তাদের এনজিও বিষয়ক ব্যুরো থেকে নিবন্ধন করতে হবে, নিবন্ধন না নিয়ে কার্যক্রম চালাতে পারবে না।
এছাড়া ব্যক্তি হিসেবে পিএইচডি, গবেষণা ইত্যাদির জন্য বৈদেশিক অনুদান নিতে হলে নিবন্ধনের প্রয়োজন পড়বে না, তবে এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদন নিতে হবে বলে জানান সচিব।
তিনি বলেন, বেসরকারি সংস্থা (এনজিও)১০ বছরের জন্য নিবন্ধন নিতে পারবে। তবে আইন অমান্য করলে যে কোনো সময় তাদের নিবন্ধন বাতিল করা যাবে।