জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় আদালত পরিবর্তন ও গ্রেফতারি পরোয়ানা স্থগিত চেয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার করা আবেদনের শুনানি আগামী ৩১ মার্চের পর শুরু হবে বলে জানিয়েছে আদালত।
বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খালেদার পক্ষে শুনানি করেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
আদেশে বলা হয়, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর এ শুনানি শুরু হবে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এ অবকাশকালীন ছুটি থাকবে।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গত ৩ মার্চ আদালত পরিবর্তন চেয়ে করা ওই আবেদন দুটিতে খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা স্থগিতের আবেদন জানান তার আইনজীবীরা।
বিডি-প্রতিদিন/১২ মার্চ, ২০১৫/রশিদা/মাহবুব