বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন একজন চিকিৎসাকর্মী। জানা গেছে, দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের মেডিকেল চেকআপ করতেই তিনি ভেতরে প্রবেশ করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ল্যাবএইড হাসপাতালের গুলশান শাখার মেডিকেল অ্যাসিস্টেন্ট সুশীল চন্দ্র বসাক খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান ।
সুশীল চন্দ্র বসাক সাংবাদিকদের জানান, সেলিমা রহমান অসুস্থ হয়ে পড়েছেন। তাই তাকে খবর দেওয়া হয়েছে রক্ত পরীক্ষাসহ মেডিকেল চেকআপ করার জন্য।
এর অাগে সকালে চিকিৎসা কর্মী সুশীল কার্যালয়ের সামনে এলে পুলিশ তার দেহ তল্লাশি করে ভেতরে প্রবেশের অনুমতি দেয়।
বিডি-প্রতিদিন/ ১২ মার্চ, ২০১৫/ রশিদা