সারেন্ডার (আত্মসমর্পন) না করা পর্যন্ত বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আলোচনার কোন সম্ভাবনাই নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ভারত সফররত বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি।
বৃহস্পতিবার দুপুরে কলকাতার মার্কুইস স্ট্রিটে অবস্থিত মার্ক হোটেলে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ওরা যদি সহিংসতার পথ পরিহার করে এগিয়ে আসে সেক্ষেত্রে হয়তো আলোচনার কথা ভাবা হতে পারে। কিন্তু তারা এখন সরকারের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ করছে। সারেন্ডার না করা পর্যন্ত আলোচনার কোন পথ খোলা নেই। এ প্রসঙ্গে পার্শ্ববর্তী রাষ্ট্র শ্রীলঙ্কার উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে এলটিটিই জঙ্গিরা সারেন্ডার করার পরই সেদেশের সরকার আলোচনায় বসেছিল।
নতুন করে দেশে নির্বাচনের কোন সম্ভাবনা আছে কি না সে প্রশ্নে মহসিন আলী বলেন, ‘নতুন করে নির্বাচন এই মুহুর্তে হওয়ার কথা নয়। দে হ্যাভ ফেইলড টু ক্যাচ দ্য ট্রেন। তারা (বিএনপি) নির্বাচনে আসেনি। নির্বাচন হয় পাঁচ বছরের জন্য। সেরকম পারিস্থিতি না আসলে মধ্যবর্তী নির্বাচনের কোন প্রশ্ন নেই। তবে ভবিষ্যতে কি হবে তা সময়ই বলে দেবে।'
বিএনপি নেত্রীর গ্রেফতারি পরোয়ানা নিয়ে তিনি বলেন, 'আমাদের দেশে আইনের শাসন আছে। তিনি যদি আইনের শাসন না মানেন সেক্ষেত্রে আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেখানে সরকারও কোন হস্তক্ষেপ করতে পারে না। খালেদা জিয়ার গৃহবন্দি কিনা- এমন প্রশ্নে সমাজকল্যাণ মন্ত্রী বলেন 'উনি নিজে বন্দি হয়ে থাকলে আমাদের কিছু করার নেই। তাঁকে আটক করে রাখা হয়নি। তিনি মুক্তই আছেন। আর তিনি তো কারও বাসাতেও যান না। তবে তিনি যে সমস্ত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এটা দেশের মানুষ কেউই মেনে নিচ্ছে না। সবাই তাঁকে নিন্দা করছে। দেশবাসীই তার জবাব দেবে।'
ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আশা প্রকাশ করেন মহসিন আলী। তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক উচ্চতর পর্যায়ে বিরাজ করছে। আগে যে দুরত্ব ছিল, সেটা এখন আলিঙ্গনের পর্যায়ে এসেছে। মোদি সরকারেরও প্রশংসা করেন তিনি। বলেন, এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা। চলতি বাজেট অধিবেশনেই স্থলসীমান্ত সংশোধনী বিলটি ভারতের সংসদে পাশ হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তিস্তা পানিবন্টন চুক্তি নিয়ে মমতার নরম অবস্থান নিয়েও সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন আমরা আশা করছি এবার তিস্তা পানিবন্টন চুক্তিও বাস্তবে রূপ নেবে।
বিডি-প্রতিদিন/১২ মার্চ ২০১৫/ এস আহমেদ