রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে আগামী ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার বসুন্ধরা কনভেনশন সেন্টারের সিটি হল-১ এ দু’দিনব্যাপী রোটারি ইন্টারন্যাশনাল সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি একথা জানান।
অর্থমন্ত্রী বলেন, ১৯৯১ সালে এদেশের ৫০ ভাগ লোক দারিদ্র্য সীমার নিচে বাস করতেন। সেই পরিস্থিতি থেকে দেশ অনেক এগিয়ে গেছে। আমি বিশ্বাস করি রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে।
তিনি বলেন, বাংলাদেশের দেশের মতো উন্নয়নশীল একটি দেশে একা সরকারের পক্ষে সার্বিক জাতীয় উন্নয়ন সম্ভব নয়। সরকারের পাশাপাশি রোটারিসহ এ ধরনের মানবতাবাদী সংগঠনকেও এগিয়ে আসতে হবে।
সম্মেলনের প্রথমদিন আরও বক্তব্য রাখেন-রোটারি ইন্টারন্যাশনালের প্রতিনিধি চিং চ্যাং টাইগার কু, রোটারি বাংলাদেশের গভর্নর সাফিনা রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ, ২০১৫/মাহবুব