বর্তমানে দেশে যে রাজনৈতিক সঙ্কট চলছে সেই সঙ্কটের চাবিকাঠি সরকারের কাছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
শুক্রবার বিকেলে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দেশের বর্তমান পরিস্থিতি এবং ২০ দলীয় জোটের অবস্থান নিয়ে আয়োজিকত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশে বর্তমানে যে রাজনৈতিক সঙ্কট চলছে সেই সঙ্কট সৃষ্টি করেছে আওয়ামী লীগ। আরও স্পষ্ট করে যদি বলি তাহলে এই সঙ্কটের স্রষ্টা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারকে আবারও সংলাপের আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, যৌক্তিক পরিণতিতে না পৌঁছনো পর্যন্ত চলমান শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি বলেন, জবাবদিহিতাহীন এ সরকারের দেশ চালানোর নৈতিক অধিকার নেই। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে কারসাজির মাধ্যমে ক্ষমতা চিরস্থায়ী করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ, ২০১৫/মাহবুব