আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট) সংশ্লিষ্ট ১৫ জঙ্গিকে খুঁজছে গোয়েন্দারা। এরা বাংলাদেশ শাখার সমন্বয়ক সাখাওয়াতুল কবির ওরফে কবিরের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী।
গোয়েন্দা সদস্যরা মনে করছেন, এই ১৫ জন আটক হলে চাঞ্চল্যকর অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তদন্তেরও অগ্রগতি হবে। সাখাওয়াতুল কবির বর্তমানে গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়ে কারাগারে রয়েছেন। চলতি বছরের ২০ জানুয়ারি আইএস বাংলাদেশের সমন্বয়ক কবির, আনোয়ার হোসেন বাতেন, নজরুল ইসলাম ও রবিউল ইসলামকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর কয়েক দফায় রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। মোবাইল ফোন ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দাদের হাতে ১৫ জনের একটি তালিকা রয়েছে । সেই তালিকা ধরেই চলছে অভিযান।
আইএসের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার আগে এই ১৫ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে জড়িত ছিলো। এদের মধ্যে দু’জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই ১৫ জঙ্গি একসময় কবির ও আইএসের আরেক নেতা আনোয়ার হোসেন বাতেনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা শুরু করেন।
উল্লেখ্য, বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ হত্যায় যে কয়েকটি জঙ্গি সংগঠনের দিকে গোয়েন্দাদের সন্দেহের তীর রয়েছে, তাদের মধ্যে আইএস অন্যতম। আইএসও গুরুত্বপূর্ণ স্থাপনা কিংবা ব্যক্তির ওপর হামলা করে বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে।
বিডি-প্রতিদিন/ ১৪ মার্চ, ২০১৫/ রোকেয়া।