ঢাকা মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং ইন্টারপোল রেড নোটিশধারী পলাতক আসামি মোল্লা মাসুদকে গ্রেফতার করেছে ভারতের গোয়েন্দা সংস্থা (সিআইডি)।
রবিবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানায়, রমনা থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ইন্টারপোল নয়া দিল্লি, ইন্ডিয়া নিশ্চিত করেছে- পুলিশ কর্তৃক ব্যারাকপুর থানার মামলা নং- ০৯/২০১৫, তারিখ : ০৮/০২/২০১৫, ধারা- ১৪, ফরেনার্স অ্যাক্ট মর্মে মাসুদকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মাসুদকে বাংলাদেশে ফিরিয়ে আনতে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও ডিএমপি থেকে জানানো হয়।
বিডি-প্রতিদিন/১৫ মার্চ, ২০১৫/মাহবুব