রাজধানী ঢাকার বাড্ডা থেকে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত আসামি রিজভি আহমেদ বাবু ওরফে বোঁচা বাবু ওরফে শুটার বাবুকে (৩৮) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১ এর সদস্যরা। রবিবার বিকেল ৪টার দিকে বাড্ডার সাতারকুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহাকারী পরিচালক মেজর মাকসুদুল আলম জানিয়েছেন যে, বাবুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় পুলিশ হত্যা, অস্ত্র, ছিনতাই ও চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। র্যাব-১ এর কার্যালয়ে বাবুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন মেজর মাকসুদুল।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ ২০১৫/শরীফ