রাত ১২টা ০১ মিনিটে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মদিন উদযাপন করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেক কাটেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা।
কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দফতর সম্পাদক শহীদুল ইসলাম মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ।
এ সময় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘যারা দেশকে ধ্বংস করতে চায়, তাদের প্রতিহত করার শপথ বঙ্গবন্ধুর জন্মদিনে। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার শপথ নিতে হবে।’
তিনি বলেন, সন্ত্রাসীদের সঙ্গে কোনো আলোচনা নয়। পৃথিবীর সকল দেশে সন্ত্রাসীদের যে ভাবে মোকাবেলা করা হয় বাংলাদেশেও তাই করা হবে।
বিডি-প্রতিদিন/১৭ মার্চ ২০১৫/ এস আহমেদ