রাজধানীর উত্তর বাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাহজালাল (২০) নামে এক যুবক আহত হয়েছেন। উত্তর বাড্ডার স্বাধীনতা স্বরণী রোডে সোমবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত শাহজালালের বড় ভাই শাহাদাত হোসেন জানান, উত্তর বাড্ডার স্বাধীনতা রোডের ৩৯০ নম্বার বাসায় তারা ভাড়া থাকেন। ওই বাসার সামনে শাহনাজ স্টোর নামে তাদের মুদির দোকান আছে। এ দোকানে তার ভাই শাহজালাল বসে ছিলেন। তখন ২-৩ জন দুর্বৃত্ত এসে তার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে না চাইলে তারা তার ডান বুকে গুলি করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৭ মার্চ ২০১৫/ এস আহমেদ