বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মঙ্গলবার সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান। ১০টা ১৩ মিনিটে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।
এর পরই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আফরোজা খানম চুমকি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, শেখ হেলাল উদ্দিন এমপি, কর্নেল (অব.) ফারুক খান এমপি, ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাসিম প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৭ মার্চ ২০১৫/ এস আহমেদ