বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বর্ণাঢ্য র্যালিটির উদ্ধোধন করেন নওগাঁর জেলা প্রশাসক মো. এনামুল হক।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে জিলা স্কুল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন কালেক্টর চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি ও আলোচনা সভায় শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।
নওগাঁর জেলা প্রশাসক মো. এনামুল হকের সভাপতিত্বে পরে শিশু একাডেমি মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেহেদি উল সহীদ, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা আকতার, কবি আতাউল হক সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের উপর বিস্তারিত আলোচনা করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৫/ রশিদা