"খালেদা জিয়ার একটি হাওয়া ভবন ছিলো তা এখন আর নেই। এখন তিনি নিজেই হাওয়ার নেত্রী হয়ে গেছেন" বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, "খালেদা জিয়া হাওয়ার নেত্রী হয়ে গেছেন, সঙ্গে তার দলও হাওয়ার দলে পরিণত হয়েছে। দল হাওয়া হয়ে যাওয়ায় সবাই আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। হাওয়া থেকে বিবৃতি দিয়ে ‘হাওয়ার বিবৃতি’ দলে পরিণত হয়েছে বিএনপি।"
খালেদা জিয়াকে পরামর্শ দিয়ে তিনি বলেন, "দায়িত্বশীল নেত্রী হলে ভুল স্বীকার করে হরতাল প্রত্যাহার করুন। সুস্থ রাজনীতির মাধ্যমে আমাদের ভুলগুলোর প্রতিবাদ করুন। অন্যথায় জঙ্গি নেত্রী হয়ে আপনি নিঃশেষ হবেন, আপনার দল ধ্বংস হবে।"
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত সভায় সংগঠনের মহাসচিব সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফর হোসেন পল্টু, উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৫/ রশিদা