বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দেশব্যাপী ডাকা ৭২ ঘণ্টার হরতাল আরো ৪৮ ঘণ্টা বর্ধিত হয়েছে। এ হিসাবে হরতাল চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত। বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল বাড়ানোর এই ঘোষণা দেন।
এদিকে, দেশব্যাপী হত্যা-গুমের প্রতিবাদ ও বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের সন্ধ্যান দেওয়ার দাবিতে বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করতে ২০ দলীয় জোট।
উল্লেখ্য, পূর্বঘোষিত সূচি অনুযায়ী চলমান হরতাল বুধবার সকাল ৬টায় শেষ হওয়ার কথা ছিল।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ ২০১৫/শরীফ