লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদের সামনে দুটি দোকানে অগ্নিকাণ্ডে আব্দুস সালাম ও মোহাম্মদ চৌধুরী নামে দুই দোকান কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে রামগঞ্জ ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। নিহতদের মরদেহ রামগঞ্জ থানায় রাখা হয়েছে।
নিহত আব্দুস সালাম শরীয়তপুর জেলার বাসিন্দা ও মোহাম্মদ চৌধুরী রামগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের আব্দুল হকের ছেলে বলে জানা যায়।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে রামগঞ্জ উপজেলা পরিষদরে সামনে বাবুলের খাবার হোটেলে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনে বাবুলের হোটেল ও পাশের নূর স্টোর পুড়ে ছাই হয়ে যায়। এসময় হোটেলের ভেতরে ঘুমন্ত দুইজন দোকান কর্মচারী অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। হোটেলের বাইরে তালা লাগানো থাকায় তারা বের হতে পারেননি বলে জানান এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
রামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরে দোকানের তালা ভেঙে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি ।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ, ২০১৫/ রশিদা