ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন-সহায়তামন্ত্রী মোনস ইয়েনসেনের বাংলাদেশ সফরের আজ দ্বিতীয় দিন। সফরের প্রথম দিন গতকাল তিনি বরিশালে ডেনমার্কের অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন। ডেনিশ দূতাবাসের কর্মকর্তারা জানান, বরিশাল সফরের সময় ইয়েনসেন সেখানে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহায়ক রাস্তা নির্মাণের প্রকল্প দেখেন।
দুই বছর মেয়াদি এই পাইলট প্রকল্পে বাংলাদেশ ও ডেনমার্ক যৌথভাবে অর্থায়ন করছে। আজ বুধবার গাজীপুরের একটি পোশাক কারখানা ঘুরে দেখবেন। সরকারের কয়েক মন্ত্রীর সঙ্গেও তাঁর আলোচনার কথা রয়েছে। সফরের শেষ দিন বৃহস্পতিবার ইয়েনসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে উচ্চ পর্যায়ের এক সম্মেলনেও যোগ দেওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ, ২০১৫/ রোকেয়া।