চট্টগ্রামে মহসিন কলেজ ক্যাম্পাসের একটি পাহাড়ের গুহা থেকে আজ বুধবার সকালে শিবিরের ৮ কর্মীকে আটক করেছে পুলিশ। অবরোধে নাশকতায় জড়িতদের ধরতে কলেজের মহসিন মুসলিম ছাত্রাবাসে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ তাদেরকে আটক করে।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার তানভীর আরাফাত সাংবাদিকদের জানিয়েছেন, ওই ছাত্রাবাসে কাউকে পাওয়া যায়নি। পাশের একটি পাহাড়ে প্রায় একশ ফুট গভীর গুহা থেকে ৮ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৭ জন ওই কলেজের এবং ১ জন অন্য একটি কলেজের ছাত্র। তারা সবাই ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে জড়িত বলে জানান তিনি।
আটক হওয়া ছাত্ররা হলো: নাজমুল সাকিব, জসিম উদ্দিন, নাসির উদ্দিন, মীর শাহরিয়ার শাহাদাৎ, মো. ইসমাইল, মো. শামসুদ্দিন, মো. সারওয়ার ও মো. ফরহাদ।
এদের মধ্যে ফরহাদ শহরের হাজেরাতোজু ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র। অন্যরা মহসিন কলেজের স্নাতক ও উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বর্ষের ছাত্র।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ, ২০১৫/ রশিদা