নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপি জোটের হরতাল-অবরোধে নাশকতাকে জঙ্গীবাদী কর্মকাণ্ড হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়ে উন্নয়ন ব্যাহত করা কার স্বার্থে? যে দল মানুষ পুড়িয়ে মারে, সে দলকে মানুষ কিভাবে সমর্থন দেবে অথবা ভোট দেবে?
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ''জামায়াত ইসলামীকে নিয়ে পাকিস্তানি বাহিনী যেভাবে মানুষ হত্যা করেছিল। ঠিক সেভাবে বিএনপি নেত্রী জামায়াতকে নিয়ে হত্যা করছে। বিএনপি নেত্রীর দিলে আছে পেয়ারে পাকিস্তান। উনার অন্তর ওখানেই পড়ে আছে। শরীরটা শুধু এখানে।''
তিনি বলেন, “মানুষ ত্যাক্ত-বিরক্ত হয়ে হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করেছে। কেউ তার (খালেদা জিয়া) হরতালও মানে না, অবরোধও মানে না। তাতেও বোধহয় তা বোধোদয় হয় না।”
খালেদা জিয়াকে ‘ধ্বংসের রাণী ও জঙ্গি নেত্রী’ আখ্যায়িত করে শেখ হাসিনা বলেছেন, “বাংলাদেশ দক্ষিণপূর্ব এশিয়ায় শান্তিপূর্ণ দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে। কোনো জঙ্গির স্থান বাংলাদেশে হবে না।”
নাশকতাকারীদের বিচারের অঙ্গীকার পুনব্যর্ক্ত করে তিনি বলেন, “যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, তার ক্ষমা বাংলাদেশে নাই। জঙ্গিবাদের শাস্তি যেভাবে হয়, ঠিক সেভাবে বাংলাদেশে জঙ্গিদের শাস্তি আমরা দেব।”
আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমদ ও সুরঞ্জিত সেনগুপ্ত, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, জাসদ সভাপতি হাসানুল হক ইনুও বক্তব্য রাখেন।
আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের হত্যাযজ্ঞে অন্যান্য শহীদ এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৫/মাহবুব