বর্তমানে দেশের শতকরা ৭০ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বিকেলে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চারটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনকালে তিনি একথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের শতকরা ৭০ শতাংশ মানুষ এখন বিদ্যুৎ পাচ্ছে। ২০০১ সালে ক্ষমতায় আসার পর অনেক প্রকল্প হাতে নিলেও বিএনপি সব বন্ধ করে দেয়। এর পরিবর্তে তারা বিদ্যুতের খাম্বা লিমিটেড গড়ে তোলে। আমরা দ্বিতীয় ও তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে আবার অনেক প্রকল্প বাস্তবায়ন করেছি।
তিনি বলেন, ‘তিন হাজার ২০০ মেগাওয়াট থেকে আমরা ১৩ হাজারেরও বেশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছি। এ ধারা অব্যাহত থাকবে। যেখানে গ্রিড লাইন নেই, সেখানে সোলারের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। যাতে প্রয়োজনে এক দেশ থেকে সহজে আরেক দেশে বিদ্যুৎ আমদানি করা যায়। এ ছাড়া মিয়ানমারের সঙ্গেও এ নিয়ে আলোচনা হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, আজ চারটি বিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের ফলে জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে ৩১৫ মেগাওয়াট বিদ্যুৎ। এসব বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে তেলভিত্তিক তিনটি এবং গ্যাসভিত্তিক একটি।
তেলভিত্তিক যেসব বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করা হয়েছে সেগুলো হলো- রাজলঙ্কা পাওয়ার কোম্পানির নাটোরে ৫২.২০ মেগাওয়াট, ডিজিটাল পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটসের নারায়ণগঞ্জের গগননগরে ১০২ মেগাওয়াট, সিনহা পিপলস এনার্জির মুন্সীগঞ্জের কাঠপট্টিতে ৫২ মেগাওয়াট এবং রিজেন্ট এনার্জি অ্যান্ড পাওয়ার কোম্পানির ঘোড়াশাল ১০৮ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র।
এ ছাড়া এদিন মেঘনা ঘাট-আমিনবাজার ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন ও রাজধানীর লালবাগে নবনির্মিত ১৩২/৩৩/১১ কেভি সাবস্টেশন উদ্বোধন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৫/মাহবুব