নাশকতার পাঁচ মামলার চার্জশিটের হুকুমের আসামি হড়েবছন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা চলতি বছরের প্রথম তিন মাসের অবরোধে নাশকতার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত ছয়টি মামলার মধ্যে হত্যা ও আগুনে পোড়া পাঁচটি মামলার তদন্তের কাজ ইতিমধ্যে শেষ করেছেন তদন্ত কর্মকর্তারা। পাঁচ মামলাতেই খালেদা জিয়া হুকুমের আসামি হড়েবছন বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। এরই মধ্যে গতকাল যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত হত্যা মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে আদালতে চার্জশিট জমা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। চার্জশিটে যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ৩৮ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। জানা গেছে, সম্প্রতি নাশকতার মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর থেকেই দ্রুত চার্জশিট জমার উদ্যোগ নেয় পুলিশ সদর দফতর। ৬ জানুয়ারি থেকে মামলাগুলোর মধ্যে রাজধানীর গুলশানে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা পরিষদের মিছিলে বোমা হামলা মামলা, যাত্রাবাড়ীতে গাড়িতে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা মামলা, কুমিল্লার চৌদ্দগ্রামে একটি হত্যা ও গাড়ি পোড়ানো মামলা, খুলনার ফুলতলায় পেট্রল ঢেলে গাড়িতে অগ্নিসংযোগ মামলার এজাহারে খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছিল। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তদন্ত কর্মকর্তারা খালেদা জিয়ার প্রতিটি মামলাই গুরুত্বের সঙ্গে সুষ্ঠুভাবে তদন্ত করছেন। যত দ্রুত সম্ভব মামলাগুলোর চার্জশিট আদালতে জমা দেওয়া হবে। মামলাগুলো দ্রুত বিচার আইনেই হোক আর সন্ত্রাসবিরোধী আইনেই হোক দ্রুত সময়ের মধ্যে বিচারকাজ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হড়েবছ। মামলার তদন্তে যাদের নাম আসবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেছেন, সরকারের উদ্দেশ্য হড়েবছ জিয়া পরিবারসহ বিরোধী দলের নেতা-কর্মীদের মামলা দিয়ে ব্যস্ত রাখা। মূলত জিয়া পরিবারকে রাজনীতি এবং নির্বাচন থেকে দূরে রাখতেই বিভিন্ন মামলায় তড়িঘড়ি সাজা দেওয়ার ফন্দি আঁটছে সরকার। জানা যায়, টানা তিন মাসের হরতাল-অবরোধের সময় সারা দেশে নাশকতার ঘটনায় দায়েরকৃত পৌনে দুই হাজার মামলার দ্রুত চার্জশিট দিতে যাড়েবছ পুলিশ। ইতিমধ্যে ১২০টি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। এগুলোর মধ্যে ডিএমপির ৪০টি এবং অন্যান্য মেট্রোপলিটন এলাকার ৮০টি মামলা রয়েছে। ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীতে গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় ৩০ জন দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। এ ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় দুটি মামলা করা হয়। ওই মামলায় ২০- দলীয় জোটের আরও ৬৮ নেতা-কর্মীকে আসামি করা হয়েছিল। চাঞ্চল্যকর ঘটনা হিসেবে যাত্রাবাড়ী থানা থেকে মামলাটির তদন্তভার ন্যস্ত হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে। গ্রেফতার হওয়াদের মধ্যে সোহাগ, লিটন ওরফে সাব্বির, রফিকুল ইসলাম ওরফে মাসুম ও নজরুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের জবানবন্দিতে নৃশংস এ ঘটনার পরিকল্পনা থেকে শুরু করে হামলার শেষ পর্যন্ত আদ্যোপান্ত উঠে আসে। এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তদন্ত কর্মকর্তা স্বাধীনভাবে তদন্ত করেছেন। যথাযথ তদন্ত শেষেই তিনি আদালতে চার্জশিট জমা দিয়েছেন। গ্রেফতার হওয়াদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে তিনি বলেন, ঘটনার দুই দিন আগে রাজধানীর ভাটারার একটি বাসায় বৈঠক করে ওই হামলার ছক চূড়ান্ত করা হয়েছিল। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি রাতে খুলনার ‘ফুলতলা-খুলনা’ সড়কের দামোদর প্রাথমিক বিদ্যালয়ের সামনে নগর পরিবহনের একটি বাসে যাত্রীবেশী দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের চালক আহত হন। বাসটি পুড়ে যায়। যাত্রীবেশে বাসে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি চেয়ারপারসন ও ২০-দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ফুলতলা থানায় উপ-পরিদর্শক (এসআই) খায়রুল বাসার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় বিএনপি চেয়ারপারসনকে হুকুমের আসামিসহ ৫৯ জনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাতনামা ৮০-৯০ জনকে দায়ী করা হয়। মামলার তদন্তের বিষয়ে জানতে চাইলে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস ফকির বাংলাদেশ প্রতিদিনকে জানান, ওই সময়ে খালেদা জিয়ার বক্তব্য এবং হাইকমান্ডের নির্দেশেই মামলার আসামিরা যাত্রীবাহী বাসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করেছিলেন। গাড়ির চালক গুরুতর দগ্ধ হন। তিনি বলেন, মামলার ৩৪ জন এজাহারভুক্ত আসামির মধ্যে এ পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের এবং সাক্ষীদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তের ক্ষেত্রে অনেক সহায়ক হয়েছে। অন্যদিকে, কুমিল্লার চৌদ্দগ্রাম থানার হত্যা ও অগ্নিসংযোগ মামলার বিষয়ে জানতে চাইলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তমকুমার চক্রবর্তী জানান, পুলিশ বাদী হয়ে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ২৩ জানুয়ারি অগ্নিসংযোগ মামলা এবং ৩ ফেব্রুয়ারি হত্যা মামলা দায়ের করে। মামলাগুলোর তদন্তকাজ চলছে। তদন্ত শেষ হওয়া মাত্রই প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে। ৫ জানুয়ারির পর থেকে দেশব্যাপী সহিংসতা, অগ্নিসংযোগের ঘটনায় কুমিল্লা, পঞ্চগড়সহ বিভিন্ন থানায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ছয়টি মামলা হয়। গুলশানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে আরও পাঁচটি মামলা রয়েছে। এগুলো হড়েবছ গ্যাটকো, নাইকো, বড়পুকুরিয়া, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলা। এর মধ্যে নিু আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চলছে। অন্য তিনটি মামলার বিচারকাজ হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে। খালেদার বিরুদ্ধে দায়ের করা সব মামলার গতি বাড়াতে রাষ্ট্রের সর্বোড়বচ নীতিনির্ধারণী পর্যায় থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে, খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যত মামলা আছে সবই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ন্যায়বিচার হলে কোনো মামলাই আদালতে টিকবে না।
যাত্রাবাড়ী হত্যা মামলায় আরও যারা আসামি : বেগম খালেদা জিয়া ছাড়াও অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এম কে আনোয়ার, শওকত মাহমুদ, শামসুদ্দিন দিদার, মারুফ কামাল খান সোহেল, রুহুল কবীর রিজভী, বরকতউল্লা বুলু, আমানউল্লাহ আমান, মীর শরফত আলী সপু, হাবিব-উন-নবী খান সোহেল, আজিজুল বারী হেলাল, সাবেক কমিশনার এম এ কাইয়ুম, আবদুল লতিফ, সালাহউদ্দিন আহমেদ, নবীউল্লাহ নবী, সুলতান সালাহউদ্দিন টুকুসহ ৩৮ জন যাত্রাবাড়ী হত্যা মামলার আসামি।
শিরোনাম
- ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নারীসহ আহত ২০
- ভারত-শাসিত জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধ, নিহত ৩
- স্ত্রীসহ সাবেক আইনমন্ত্রীর এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সৌদি যুবরাজকে বন্ধু বললেন ট্রাম্প
- দিনাজপুরে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ
- বাগেরহাটে ভারতীয় নাগরিককে এনআইডি দেওয়ার অভিযোগ, দুদকের মামলা
- রাতের আঁধারে কুপিয়ে জখম, আরো একজন মারা গেছেন
- ফ্যাসিস্ট শেখ হাসিনার বিষয়ে নাক গলাতে চান না রাহুল গান্ধী
- পেছাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ
- পাকিস্তানে হামলা: কাশ্মীর নিয়ে নতুন করে কঠিন চাপে ভারত
- ঢাকার মূল সড়কে কোনো রিকশা চলতে পারবে না : ডিএনসিসি প্রশাসক
- কোম্পানীগঞ্জে প্রবাসীর ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ
- গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- কেন মধ্যপ্রাচ্য দিয়ে বিদেশ সফর শুরু করলেন ট্রাম্প?
- টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াড দিল দক্ষিণ আফ্রিকা
- সৌদি আরবের সাথে ‘১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি’ হচ্ছে যুক্তরাষ্ট্রের
- পুশইন করা ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর, ৩ ভারতীয়কে আদালতে প্রেরণ
- নাগরপুরে ইউপি চেয়ারম্যান শওকত আলী গ্রেফতার
- রাজশাহী নার্সিং কলেজে দু’পক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০
- ভারতের সাথে সংঘর্ষে ১১ সেনাসহ ৫১ জন নিহত : পাকিস্তান সেনাবাহিনী
হত্যা মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশিট, আরও প্রস্তুত
সাখাওয়াত কাওসার
অনলাইন ভার্সন

এই বিভাগের আরও খবর