প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'রবীন্দ্রনাথ একজন জমিদার হয়েও প্রজাদের দুঃখ দুর্দশায় তাদের পাশে ছিলেন। তিনিই প্রথম এদেশে কৃষকদের জন্য ক্ষুদ্র ঋণ প্রচলন করেন। একইসঙ্হে তার নোবেল পুরস্কার পাবার পুরো টাকাই সমবায় ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণ হিসেবে বিতরণ করেছেন। শুধু কৃষকদের নয়, দিঘি ও পুকুর খনন করে মৎস্য চাষের ব্যবস্থা করেছেন। নিজের জমিদারীর সাড়ে ৪ হাজার বিঘা সম্পত্তি গোচারণ ভুমি হিসেবে মানুষকে দান করেছিলেন। যার উপর ভিত্তি করে এই অঞ্চলে দুগ্ধ খামার গড়ে ওঠে। এখনো শাহজাদপুরে হাজার হাজার মানুষ এই শিল্পের উপর নির্ভরশীল হয়ে স্বাবলম্বী হয়েছেন।' আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, 'রবীন্দ্রনাথ ছিলেন বাংলার মানুষের মনোজগতের কবি। তিনি এদেশের সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তার এই ভালোবাসা আরো পাকাপোক্ত হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়টি স্থাপন হলে শুধু এই অঞ্চলের সাধারণ শিক্ষার্থীরাই উপকৃত হবে না, বাংলার মানুষের হৃদয়ে রবীন্দ্রনাথ চিরজীবিত হয়ে থাকবেন। বিশ্ববিদ্যালয়টি স্থাপন হলে শুধু শিক্ষার্থীরাই নয়, অর্থনৈতিক, সামাজিক এবং সাহিত্য চর্চায় দেশবাসী উপকৃত হবে। শুধু শাহজাদপুরে নয়, আগামীতে কুষ্টিয়ার শিয়ালদহেও অনুরুপ আরো একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।'
শাহজাদপুর পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি'র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদষ্টো এইচ টি ইমাম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর ররহমান স্বপন। স্মারক বক্তৃতা করেন এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়কসচিব বেগম আকতারী মমতাজ। ধন্যবাদ বক্তব্য রাখেন জেলা প্রশাসক বিল্লাল হোসেন এবং কবি রামেন্দ্র মজুমদার কবিতা আবৃতি করেন। অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর আসনের এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না, তাড়াশ আসনের সংসদ সদস্য গাজী ম.ম. আমজাদি হোসেন মিলন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সাবেক মন্ত্রী শামসুল হক টুকু ও সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. কে.এম. হোসেন আলী হাসানসহ হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এর আগে প্রধানমন্ত্রী রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও ২২৫ মেগাওয়াট সার্কেল ইউনিট বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর এবং ১৫০ গ্যাস টারবাইন বিদ্যুৎকেন্দ্র, সিরাজগঞ্জের মুলীবাড়িতে নির্মিত মেরিন একাডেমী, সিরাজগঞ্জ পাসপোর্ট অফিস, সিরাজগঞ্জ জেলা রেজিস্টার অফিস এবং সিরাজগঞ্জ শেখ রাসেল পৌর পার্কের উদ্বোধন ঘোষণা করেন।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজাদপুরবাসীর দাবীর প্রেক্ষিতে নরিণাতে সেতু নির্মাণের ঘোষণা দেন। তিনি বলেন, 'আমি সবসময় তাঁতের শাড়ি ব্যবহার করি। এ জন্য সিরাজগঞ্জের তাঁত শিল্পের উন্নতির জন্য কাজ করে যাবো।' পরে প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য ও গান উপভোগ করেন।
এর আগে প্রধানমন্ত্রী আজ সকাল ১০টায় হেলিকপ্টার যোগে শাহজাদপুরের বাঘাবাড়ি হেলিপ্যাডে আসেন। সেখান থেকে সড়ক পথে শাহজাদপুর পাইলট স্কুল মাঠে উপস্থিত হন। অনুষ্ঠান শেষে দুপুর ১টার দিকে তিনি পুনরায় হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে শাহজাদপুর ত্যাগ করেন।
বিডি-প্রতিদিন/ ৮ মে ২০১৫/শরীফ