প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার গাজীপুরে যাচ্ছেন। তিনি গাজীপুর মহানগরের সালনায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন।
এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, ড. এম এ ওয়াজেদ মিয়া কেন্দ্রীয় গবেষণাগার, শহীদ আহসান উল্লাহ মাষ্টার হল, কৃষি অনুষদ ভবন, ফিশারিজ অনুষদ ভবন, ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদ ভবন, বেগম সুফিয়া কামাল অডিটরিয়াম স্থাপনাসমূহ উদ্বোধন করবেন এবং প্রফেসর এল এম আইজগ্রুবার গ্রাজুয়েট স্টাডিজ অনুষদ ভবন, প্রফেসর ইয়োশিও ইয়ামাদা লাইব্রেরি, শহীদ তাজউদ্দিন আহমদ হল, ইলা মিত্র হল ও কৃষিবিদ ড. কাজী এম বদরুদ্দোজা বহিরাঙ্গন কেন্দ্রের নামফলক উন্মোচন করবেন। এছাড়া কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ণ অনুষদ ভবনের ভিত্তি প্রস্ত্তর স্থাপন করবেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মাহ্বুবর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সিন্ডিকেট সদস্য জাহিদ আহসান রাসেল এমপি, কৃষিবিদ আব্দুল মান্নান এমপি ও কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা বের করা হবে। এছাড়া সন্ধ্যায় ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে ক্যাম্পাসকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। আনন্দ উচ্ছ্বাস ও জাঁকজমক আয়োজনে প্রধানমন্ত্রীকে বরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে উৎসবের আমেজ।
গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তরের উদ্দেশ্যে এবং জাতির জনক বঙ্গবন্ধু কর্তৃক কৃষি শিক্ষার যথার্থতা মূল্যায়ন ও মর্যাদা দানের স্বীকৃতি হিসেবে ১৯৯৮ সালের ২২ নভেম্বর পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ১৩শ' শিক্ষার্থী, ১৭৮ জন শিক্ষক, ৮৭ জন কর্মকর্তা ও ২৩৯ জন কর্মচারী রয়েছেন। এ বিশ্ববিদ্যালয় থেকে ইতোমধ্যে ৩০টি ফসলের জাত ও কৃষি উন্নয়ণে ১৫টি প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৯ মে, ২০১৫/ রশিদা