আগামী ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ ৮৬ হাজার ৬৫৭ কোটি টাকা, যা জিডিপি’র ৫.০ শতাংশ। এর আগে গত অর্থবছরের বাজেটে ঘাটতি ছিল ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০১৪-১৫ সালের সম্পূরক ও ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য দেন।
আবুল মাল আবদুল মুহিত জানান, ঘাটতি অর্থায়নে বৈদেশিক সূত্র থেকে ৩০ হাজার ১৩৪ কোটি টাকা (জিডিপি’র ১.৮ শতাংশ) এবং অভ্যন্তরীণ সূত্র হতে ৫৬ হাজার ৫২৩ কোটি টাকা (জিডিপি’র ৩.৩ শতাংশ) সংগ্রহ করা হবে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা হতে সংগৃহীত হবে ৩৮ হাজার ৫২৩ কোটি টাকা (জিডিপি’র ২.২ শতাংশ) এবং সঞ্চয়পত্র ও অন্যান্য ব্যাংক-বহির্ভূত খাত থেকে আসবে ১৮ হাজার কোটি টাকা (জিডিপি’র ১.০ শতাংশ)।
বিডি-প্রতিদিন/০৪ জনু, ২০১৫/মাহবুব