২০১৬ সালের মধ্যেই মহাকাশে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট (বঙ্গবন্ধু স্যাটেলাইট) উৎক্ষেপণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ তথ্য জানান।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, 'মহাকাশে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট (বঙ্গবন্ধু স্যাটেলাইট) উৎক্ষেপণ প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট সিস্টেম ক্রয়ের মূল দরপত্র আহ্বান করা হয়েছে। সেপ্টেম্বর ২০১৬ এর মধ্যেই মূল ঠিকাদারের সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। আশা করা যায় ২০১৬ সালের মধ্যে স্যাটেলাইট উৎক্ষেপণ করা সম্ভব হবে।'
বিটিআরসি সূত্র জানায়, বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট স্থাপিত হলে দেশের টেলিযোগাযোগসহ তথ্যপ্রযুক্তি খাতে যুগান্তকারী পরিবর্তন ঘটবে।
বিডি-প্রতিদিন/০৪ জুন ২০১৫/ এস আহমেদ