ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফরে তিস্তা চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফর উপলক্ষে শুক্রবার সকালে গণমাধ্যমকর্মীদের ব্রিফকালে তিনি এ কথা বলেন।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে বাংলাদেশে আসছেন।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, 'আপাতত তিস্তা চুক্তি নেই। তবে আলোচনা চলছে। নরেন্দ্র মোদির এই সফরে তিস্তা চুক্তি হওয়ার কথা ছিল না।'
তিস্তা চুক্তি না হওয়া কূটনীতিক ব্যর্থতা কিনা, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ এনেছি। আরও ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে। মানবপাচার নিয়ে চুক্তি হচ্ছে। স্থলসীমান্ত চুক্তির বাস্তবায়ন হচ্ছে। এ সাফল্যগুলো কী আপনারা দেখছেন না। ভারত থেকে যে নিচ্ছি তা কী দেখছেন না?'
গত ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা চুক্তির বিষয়ে আশা দিয়েছিলেন- সেটা কী হলো? জানতে চাইলে মন্ত্রী বলেন, 'তিস্তা চুক্তি এখন হচ্ছে না বলে চিন্তিত হওয়ার কারণ নেই। এটা চলমান প্রক্রিয়া। সবকিছুতো রাতারাতি হয় না। মমতা আজকেই আসছেন। আলোচনা চলছে।'
নৌ প্রটোকল, সমুদ্রে জাহাজ চলাচল, বিভিন্ন রুটে বাস চলাচলসহ ভারতের সঙ্গে বিভিন্ন বিষয়ে চুক্তি হচ্ছে। এ ক্ষেত্রে মাসুলের ব্যাপারে কী করা হচ্ছে? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আগেতো চুক্তি স্বাক্ষর হোক। তারপর এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। চুক্তি স্বাক্ষরের আগে এগুলো ঠিক হয় না।'
নরেন্দ্র মোদির সঙ্গে বড় রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কোনো সাক্ষাৎ হবে কিনা, জানতে চাইলে আবুল হাসান মাহমুদ আলী বলেন, 'মনে হয় না এমন কোনো সুযোগ আছে। মোদির সফরের মূল বিষয় তো কানেকটিভিটি।'
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গণমাধ্যমকর্মীদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ৬-৭ জুন রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে গত বছর দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর। ভারতের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্কের প্রেক্ষাপটে এ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বিডি-প্রতিদিন/৫ জুন ২০১৫/ এস আহমেদ