প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে তিনটি বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি সম্পাদিত হবে। এখান থেকে প্রায় ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে শুক্রবার সকালে 'ঐতিহাসিক স্থলসীমান্ত চুক্তি অনুমোদন বাংলাদেশ ভারত বন্ধুত্বের যুগান্তকারী সাফল্য' শিরোনামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন 'আমাদের বিদ্যুতের যে সমস্যা আছে তা অনেকাংশই সমাধান হবে ওই চুক্তির মাধ্যমে। আগামীকালই (শনিবার) ওই চুক্তি সম্পাদন হওয়ার সম্ভাবনা বেশি।'
গওহর রিজভী বলেন, 'স্বাধীনতার সময়ে ভারতের সেনাবাহিনীর প্রায় ১৫ থেকে ১৮শ’ সদস্য মারা গেছেন। তাদের তালিকা করা হচ্ছে। উনাদের সবাইকে আমরা সম্মান জানাব। পাশাপাশি ওই সময়ে বাংলাদেশের যে সব মুক্তিযোদ্ধা ভারতে মারা গেছেন, তাদের দেহাবশেষ বাংলাদেশে নিয়ে এসে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। নিহত ওই সব মুক্তিযোদ্ধার একটি তালিকা তৈরিতে গত কয়েক বছর ধরে চুলচেরা বিশ্লেষণ চলছে। এ বিষয়ে একটি চুক্তিও সম্পাদন হবে মোদির সফরে।'
গওহর রিজভী বলেন, 'রফতানি করতে অনেক সময়ে আমাদের পুরনো পদ্ধতিগুলো বাধা হয়ে দাঁড়ায়। তবে এ বিষয়ে সংস্কারকাজ চলছে। আমরা ইন্টিগ্রেটেড বর্ডার কোস্ট করার জন্য চুক্তি করতে যাচ্ছি। ফলে আমাদের লোকগুলো আটক হবে না।'
বাংলাদেশ ইন্ডিয়া সিটিজেন সোসাইটি (বিআইসিএস) ও ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন (এনএফএফএফ) আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. চন্দন সরকার, এনএফএফএফের চেয়ারম্যান ড. এস এম জাহাঙ্গীর আলম, বিআইসিএসের সহ-সভাপতি মিঞা মুজিবুর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/৫ জুন ২০১৫/ এস আহমেদ