জীবনানন্দ দাসের কবিতার চরণ আওড়ে ফের বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩৬ ঘণ্টার ঢাকা সফরের সর্বশেষ কর্মসূচিতে অংশ নিয়ে স্মারক বক্তৃতার শেষ অংশে মোদির কণ্ঠে উঠে আসে, 'আবার আসিব ফিরে, ধানসিড়ির তীরে, এই বাংলায়'। এ সময় তিনি তার কিছু অপূর্ণতার কথাও উল্লেখ করেন।
রবিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে স্মারক বক্তৃতা দেন মোদি।
বক্তৃতায় তিনি বলেন, ''আজ একটি কথা আমাকে বলতে হয়, এতদিন যারা মনে করতো আমরা খুব আশপাশে রয়েছি, এখন বিশ্ববাসীকে বিশ্বাস করতে হবে আমরা আশপাশে রয়েছি, একসাথেও রয়েছি। সত্যি আমি সফল একটা যাত্রা শুরু করতে চলেছি। এই দুই দিনের সফর আর বাংলাদেশের নাগরিক, সরকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা যেভাবে আমাকে সম্মান দেখিয়েছে, তাতে শুধু মোদি একা নয়, পুরো ভারতবাসী কৃতজ্ঞ। এই দু'দিনের সফরের পর শুধু এশিয়া নয়, পুরো বিশ্ব বিষয়টির পোস্টমর্টেম করবে।''
ভারতের প্রধানমন্ত্রী বলেন, যার হাত ধরে রাজনীতিতে করা, যার হাত ধরে চলেছি সেই অটল বিহারী বাজপেয়ীকে বাংলাদেশ আজ বিশেষ সম্মাননা জানিয়েছে। বাংলাদেশে দুই দিনের সফর শেষে আমার মনে হচ্ছে, নতুন সফর শুরু হল।
মোদি বলেন, 'পাখি, বাতাস আর পানি সীমানা মানে না। তাই পানি নিয়ে কোনো রাজনীতি হতে পারে না।'
তিনি বলেন, 'সারা বিশ্বে জমি নিয়ে যুদ্ধ হয়েছে। অথচ সেই জমি আমাদের (বাংলাদেশ ও ভারত) মধ্যে সেতুবন্ধ তৈরি করেছে।'
তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট দলকে আজ আর কেউ ছোট করে দেখতে পারবে না। অনেক পরে এসে বাংলাদেশ আজ ক্রিকেট বিশ্বে যে অবস্থান দখল করে নিয়েছে, এটা আপনাদের কৃতিত্ব। বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। নানা সমস্যার মধ্যেও বাংলাদেশ ছয় শতাংশের ওপরে জিডিপি অর্জন করেছে। এটা অনেক বড় অর্জন।
এই কর্মসূচি শেষে ঢাকা ছাড়ার কথা রয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর।
বিডি-প্রতিদিন/০৭ জুন ২০১৫/ এস আহমেদ