স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে যৌথ রূপরেখা দিয়েছে বাংলাদেশ ও ভারত। এতে দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হতে চলেছে ১৬২টি ছিটমহলের প্রায় ৫২ হাজার অধিবাসীর। তবে এজন্য এখনো অপেক্ষা করতে আগামী ৩১ জুলাই মধ্যরাত পর্যন্ত। কারণ ওইদিন থেকে দুই দেশের মধ্যকার ছিটমহলগুলো হস্তান্তর শুরু হবে।
সোমবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি সিদ্ধার্থ চট্টোপাধ্যায় স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। একই কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে।
এদিকে, আগামী ৩১ জুলাই ছিটমহল হস্তান্তরের ওই দিনটিকে 'অ্যাপয়েন্টেড ডে' হিসেবে উদ্যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, হস্তান্তরের পর থেকেই ছিটমহলের বাসিন্দাদের পরিচয় শনাক্ত করে তাদের ইচ্ছা অনুযায়ী তারা যে দেশের নাগরিক হতে চায় তা নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশেল ভেতর ১৭১৬০ একর জমিতে ভারতের ছিটমহল আছে ১১১টি, যার জনসংখ্যা প্রায় ১৪ হাজার। অন্যদিকে, ভারতের ভেতর ৭১১০ একর জমিতে বাংলাদেশের ছিটমহল আছে ৫১, যার জনসংখ্যা প্রায় ৩৮ হাজার।
বিডি-প্রতিনিধি/০৮ জুন, ২০১৫/মাহবুব