শিলংয়ের চিফ জুডিয়াশল কোর্টের বিচারক বিএনপি নেতা সালাউদ্দিনের আহমেদের বিরুদ্ধ ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারায় অনুপ্রবেশের অভিযোগ এনে তার বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন। তবে সালাহউদ্দিন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকর করেছেন। সেইসঙ্গে বিচারক আগামী ৩০ জুলাই সাক্ষ গ্রহণের দিন ধার্ষ করেছেন। আজ বুধবার বিকালে সরকার এবং বিবাদীপক্ষের আইনজীবীর উপস্থিতিতে মাত্র পাঁচ মিনিটের এই বিচার কাজ চলে শিলংয়ের জুডিশিয়াল কোর্টে।
সালাহউদ্দিনের আইনজীবী এস পি মহন্ত বলেছেন, তার মক্কেল দোষ স্বীকার করেনি। কেননা তিনি অনুপ্রবেশ করেননি। তাই বিচারক মামলাটি সোজা বিচারের জন্য আগামী ৩০ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ঘোষণা করেন। তবে সরকার পক্ষের আইনজীবী আইসি ঝা বলেন, সালাহউদ্দিন আজ দোষ স্বীকার করলে তাকে শাস্তি দিয়ে তার দেশ অর্থ্যাৎ বাংলাদেশে পাঠনোর নির্দেশ দিতেন বিচারক। কিন্তু যেহেতু অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে আনা দোষ অস্বীকার করেছেন তাই বিচারক মামলার বিচারের জন্য দিন ঘোষণা করেছেন।
উল্লেখ্য, গত ৫ জুন থেকে সালাউদ্দিন আহমেদ জামিনে রয়েছেন। এর আগে ১১ মে শিলং পুলিশ বিএনপির এই শীর্ষ নেতাকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করেন। এরপরে সালাহ উদ্দিনের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারায় আদালতে চার্জশিট দেন মামলার তদন্তকারি কমকর্তা এম লামহারে। এর আগে ২৩ মে তার স্ত্রী হাসিনা আহমেদের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯ মে আদালত তার জামিন নামঞ্জুর করে চিকিৎসকের তত্ববধানে জেল হেফাহজতে রাখার নির্দেশ দিয়েন। বর্তমানে শিলং শহরের একটি লজ ভাড়া করে থাকছেন বিএনরি যুগ্ম মহাসচিব।
এদিকে, আদালতে মামলাটি শুরুর আগে সালাহউদ্দিন আহমেদের সঙ্গে কথা হলে তিনি বলেন, তিনি বাংলাদেশে যেতে চান কিন্তু আইনি বিষয়টি থাকায় সেটা কবে সম্ভব হবে তা তিনি জানেন না। তিনি এও বলেন, তিনি এখানে অনুপ্রবেশ করেননি। তাকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু কে তাকে নিয়ে এলো এই প্রশ্নের উত্তরে সালাহউদ্দিন কিছু বলেননি।
বিডি-প্রতিদিন/২২ জুলাই ২০১৫/শরীফ