গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৮ জুলাই দিন ধার্য করেছেন আদালত। একইসঙ্গে ওই দিন বিএনপি চেয়ারপার্সনসহ সব আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
খালেদা জিয়ার আইনজীবীদের সময়ের আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের ঢাকার বিচারক আবু আহমেদ জমাদার এ দিন ধার্য করেন।
এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে এ মামলায় ১৩ এপ্রিলের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। সেই নির্দেশনা অনুসারে গত ৫ এপ্রিল আত্মসমর্পণ করে জামিন নেন খালেদা।
প্রসঙ্গত, ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ে গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানি লিমিটেডকে (গ্যাটকো) ঠিকাদার হিসেবে নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর খালেদা জিয়া ও তার ছোট ছেলে (প্রয়াত) আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে আসামি করে রাজধানীর তেজগাঁও থানায় গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। মামলায় গ্যাটকোকে ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকা ক্ষতির অভিযোগ করা হয়।
এ ঘটনায় ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়া ও সাবেক ছয় মন্ত্রীসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়। এর মধ্যে আরাফাত রহমান কোকো, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া মারা যাওয়ায় এখন আসামির সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে।
বর্তমানে খালেদা জিয়া ছাড়া এই মামলার অন্যতম আসামিরা হলেন গত চারদলীয় জোট সরকারের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৬/মাহবুব