আগামী সংসদ নির্বাচন নির্দলীয় এবং নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত না হলে বিএনপি তাতে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার বেলা সোয়া ১১ টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সেইসঙ্গে চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যাপক সহিংসতা ও প্রাণহানির অভিযোগ করেন রিজভী।
তিনি বলেন, 'প্রথম ও দ্বিতীয় দফায় ইউপি নির্বাচনে ৪৫ জন নিহত ও পাচঁশতাধিক লোক আহত হয়েছে।
দুদফা সহিংসতার পর তৃতীয় ও চতার্থ দফা ইউপি নির্বাচনেও সরকারদলীয় সন্ত্রাসী বাহিনী তাণ্ডব শুরু করেছে বলে অভিযোগ করেন এ বিএনপি নেতা।
তিনি বলেন,' ক্ষমতাসীনদের অস্ত্রের ঝনঝনানিতে গ্রামগঞ্জের মানুষ আতংকিত হয়ে পড়েছে। '
রিজভীর অভিযোগ, ইউপি নির্বাচনে ব্যাপক সহিংসতায় হতাহতের ঘটনা ঘটলেও প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা এ ব্যাপারে নির্বিকার থাকছেন। সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন জায়গার সহিংসতার চিত্র তুলে ধরেন বিএনপির সিনিয়র এ যুগ্ম-মহাসচিব।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু , নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল ২০১৬/শরীফ