বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র সক্ষমতা বাড়ানোর জন্য এতে যোগ হচ্ছে হেলি উইং শাখা এবং চারটি হেলিকপ্টার। আজ সকালে রাজধানীর পিলখানায় বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার্স কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ ঘোষণা দেন। বিজিবি'র পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাব তোলা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী এতে সম্মতি দিয়ে এ ঘোষণা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিজিবি দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। বিজিবির চোখ এড়িয়ে সীমান্তে কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না।'
ক্ষতিপূরণ ভাতা চালু করার বিষয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সরকার বেতন বাড়ানোর পর কিছু কিছু ভাতা স্কুইজ করা হয়েছে। আপনারা এই ভাতার স্বপক্ষে যুক্তি দিয়ে মন্ত্রণালয়ে একটি আবেদন করুন। এ বিষয়ে বিবেচনা করা হবে।
কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান ও সভাপতিত্ব করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল ২০১৬/শরীফ