বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি দেশে দেশে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১০ থেকে ১৫ টাকা কমতে পারে। তবে ডিজেলের দাম কমতে পারে লিটারে ৪ থেকে ৫ টাকা। আর এই হ্রাসকৃত দাম আগামী ১০ দিনের মধ্যেই কার্যকর হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, 'এমএস ও অকটেনসহ জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১০ থেকে ১৫ টাকা কমতে পারে। তবে দাম কম থাকায় ডিজেলের দাম লিটারে কমতে পারে ৪ থেকে ৫ টাকা।'
প্রতিমন্ত্রী আরো জানান, এখনও প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আগামী ১০ দিনের মধ্যে নতুন দাম কার্যকর হতে পারে।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল ২০১৬/শরীফ