বাংলাদেশ, মিয়ানমার ও ভারতে রাত ৭টা ৫৫ মিনিটে অনূভুত শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারত-মিয়ানমার সীমান্তে। মিয়ানমারে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭। উত্তরপূর্ব ভারতের গোয়াহাটি ও কলকাতায় ভূমিকম্পটির মাত্রা ৬.৮ ছিল বলে পিটিআই জানায়। বাংলাদেশের রাজধানী ঢাকায় এর মাত্রা ৬.৯ ছিল বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। খবর এনডিটিভির
এদিকে, ভূমিকম্পে বাংলাদেশে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভারত-মিয়ানমার সীমান্তে আঘাত হানা এ ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১৩৪ কিলোমিটার গভীরে সৃষ্ট। ভারতের রাজধানী দিল্লি, পাটনা ও চেন্নাইয়েও এটি অনূভূত হয়।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল ২০১৬/শরীফ