বাংলা নববর্ষকে বরণ করতে প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার এ বছরের স্লোগান ছিল ‘মা ও শিশু’।
বৃহস্পতিবার সকাল ১০টার পর বের হওয়া এই শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী, বয়স ও পেশার মানুষের ঢল নামে। নববর্ষকে বরণ করতে রঙিণ পোশাকে সকাল হতে তারা চারুকলা অনুষদের সামনে জড়ো হতে থাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকা থেকে শুরু হয়ে রাজধানীর শাহবাগ ছাড়িয়ে বাংলামোটর পর্যন্ত যায় শোভাযাত্রা।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৬/মাহবুব