নতুন বছরে দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত জাসাসের বর্ষবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
এর আগে জাসাসের শিল্পীদের গান পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান এগিয়ে চলে।
বর্ষবরণের এই অনুষ্ঠানে নির্দিষ্ট সময়ের আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস সভাপতি এম এ মালেক এবং অনুষ্ঠান পরিচালনা করেন জাসাসের সাধারণ সম্পাদক মনির খান।