বাংলাদেশবিষয়ক ব্রিটেনের বাণিজ্য দূত হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা অালীকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বাংলা নববর্ষ ১৪২৩'র শুরুতে দেশ দুটির মধ্যকার বাণিজ্য সম্পর্ককে গুরুত্বারোপ করে তাকে এ পদে নিয়োগ দেয়া হলো। বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে রুশনারা আলী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিস আলিসন ব্লেক এ নিয়োগে নিজের উচ্চ্বাস ব্যক্ত করেছেন। এক বিবৃতিতে তিনি বলন, 'আমি আনন্দিত যে বাংলা নববর্ষের শুরুতে প্রধানমন্ত্রী রুশনারা আলীকে বাংলাদেশবিষয়ক ব্রিটিশ বাণিজ্য দূত হিসেবে নিয়োগ দিয়েছেন।'
বাণিজ্য দূত হিসেবে নিয়োগ পাওয়া প্রসঙ্গে রুশনারা আলী বলেন, 'বাংলাদেশবিষয়ক ব্রিটিশ বাণিজ্য দূত হিসেবে নিয়োগ পাওয়ায় আমি উচ্ছ্বসিত। বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক ও দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে। বড় ধরনের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনার উদীয়মান বাজার হিসেবে বাংলাদেশকে শনাক্ত করেছে ইউকেটিআই। আমার কাছে দেশটির বিশেষ গুরুত্ব রয়েছে। আমার নির্বাচনী এলাকার এক তৃতীয়াংশ বাংলাদেশি বংশোদ্ভূত এবং ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্যক্তি আমি। বাংলাদেশের অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া ও জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলায় দেশটির প্রচেষ্টায় ব্রিটিশ সরকার দ্বিগুণ সহায়তা ও সমর্থন দিবে বলে আমি আশা করি।'
উল্লেখ্য, রুশনারা আলী বেথনাল গ্রীন অ্যান্ড বো থেকে নির্বাচিত লেবার পার্টির এমপি। খবর ব্রিটিশ সরকারি ওয়েবসাইট গভডটইউকে'র
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৬/শরীফ