শরণখোলা উপজেলাধীন পূর্ব সুন্দরবনের পচাকোরালিয়ার বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ বাদী হয়ে বন আইনে মামলাটি দায়ের করলেও গণমাধ্যমের কাছে বিষয়টি গোপন রাখা হয়।
শুক্রবার রাতে ডিএফও (পূর্ব) মো. সাইদুর রহমানসহ দায়িত্বশীল একাধিক কর্মকর্তা মিডিয়া কর্মীদের কাছে মামলার বিষয়টি জানান। তবে এ সময় আসামিদের নাম ও ঠিকানা জানাননি তারা।
এর আগে বৃহস্পতিবার সুলতান আহম্মেদ বাদী হয়ে সাত লাখ টাকা ক্ষতিপূরণ দেখিয়ে শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
প্রসঙ্গত, গত বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী টহল ফাঁড়ির আওতাধীন পচাকোরালিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার ব্রিগেড, বনকর্মী ও অন্যান্যদের ১২ ঘণ্টার চেষ্টার পর রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। অগ্নিকাণ্ডে বনাঞ্চলের বেশ কিছু ক্ষতি হয় বলে জানা যায়।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/ এস আহমেদ