অবশেষে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি আগামীকাল আদালতে হাজির হবেন বলে জানিয়েছেন তার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
উল্লেখ, ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরার করার জন্য দিন আগে কয়েকবার ধার্ষ হয়। প্রথমে ২৪ জানুয়ারি ধার্য ছিল আজ। গত ৭ এপ্রিল আদলতে হাজির হওয়ার কথা ছিল বেগম জিয়ার। কিন্তু শারিরীক অসুস্থতার কারণে তিনি তখন আদালতে যাননি। তবে কাল সকালে খালেদা জিয়া আদালতে যাবেন বলে জানান শায়রুল কবির খান।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক। তদন্ত শেষে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/শরীফ