সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রতিবেদনে বাংলাদেশের আর্থ-সামাজিক-রাজনৈতিক অবস্থার যে চিত্র তুলে ধরা হয়েছে তথ্যনির্ভর নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রবিবার দুপুরে তথ্য অধিদফতরের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদনের জবাব দিতেই এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রকে ‘বন্ধুরাষ্ট্র’ উল্লেখ করে তথ্যমন্ত্রী আরও বলেন, প্রতিবেদনে তথ্যের ঘাটতি রয়েছে, ফলে প্রতিবেদনে সঠিক চিত্র ওঠে আসেনি। তাই প্রতিবেদনটি আরেকবার যাচাই করার আহ্বান জানান তিনি।
হাসানুল হক ইনু বলেন, মার্কিন প্রতিবেদনটির প্রেক্ষিতে বলতে চাই, জঙ্গি দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ব্যাপারে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। জঙ্গি দমনে আমাদের সরকারের নীতি হচ্ছে জিরো টলারেন্স। যা হচ্ছে সবকিছুই গণতান্ত্রিক পরিধির ভেতরে করা হচ্ছে।
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে মার্কিন প্রতিবেদনের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সরকার সমর্থন করে না। এ ধরনের হত্যাকাণ্ডের কোনো অধিকার সরকার আইন শৃঙ্খলাবাহিনীকে দেয়নি, সমর্থনও করে না।’
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৬/মাহবুব