ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমানকে ঢাকা শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
অধ্যক্ষ মাহবুবুর রহমান রাজেন্দ্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, অধ্যাপক মাহবুবুর রহমান নিজ বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা ছাড়াও বোর্ড চেয়ারম্যান হিসেবে সংযুক্ত ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় তার বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়িভাড়া পাবেন না।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে থাকা অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক আগামী ১৯ এপ্রিল অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৬/ এস আহমেদ