নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে যান প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তিপূর্ণভাবে সারাদেশে পহেলা বৈশাখ উদযাপনে সন্তোষ প্রকাশ করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান। এর আগে বঙ্গভবনে পৌঁছলে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি আবদুল হামিদ ফুল দিয়ে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সর্বশেষ ২৬ মার্চ বঙ্গভবনে রাষ্ট্রপ্রধানের সঙ্গে এক অনুষ্ঠানে মিলিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৬/ এস আহমেদ