যুক্তরাজ্যসহ তিনটি দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। এর মধ্যে যুক্তরাজ্যে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ইসমাত জাহান। বেলজিয়াম এবং শ্রীলঙ্কায়ও নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হয়েছে।
যুক্তরাজ্যে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়া ইসমাত জাহান মো. আবদুল হান্নানের স্থলাভিষিক্ত হবেন। তিনি ১৯৮২ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা।
শ্রীলংকায় নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়াজ হামিদুল্লাহ। আর শাহাদাত হোসাইন হয়েছেন বেলজিয়ামে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৬/শরীফ