শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সিএসও) ইফতেখার জাহানকে ম্যাজিস্ট্রেট কোর্টে তলব করায় হট্টগোল করেছে সিভিল এভিয়েশনের একদল নিরাপত্তাকর্মী। সোমবার সকাল ১১ টার দিকে ঐ কর্মকর্তার উপস্থিতিতেই ঘন্টাব্যাপী এই হট্টগোল চলে।
এ সময় উত্তেজিত নিরাপত্তা কর্মীদের শান্ত করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরেন বিমান বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মুহাম্মদ ফরহাদ হোসেন। এরপর দুপুর ২ টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে নিরাপত্তাকর্মীরা কাজে যোগ দেন।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফের কাছে দুবাইগামী একযাত্রী শনিবার অভিযোগ করেন- তার মানিব্যাগ থেকে এক নম্বর বোর্ডিং গেইটে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা টাকা নিয়ে গেছেন। এঘটনায় ম্যাজিস্ট্রেট ইউসুফ বিষয়টি জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করলে তারা সাড়া দেয়নি।
এ কারণেই সোমবার সিএসও এবং ডিএসওকে সকাল সাড়ে ১২ টায় তলব করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে সিএসও এলে ম্যাজিস্ট্রেটের সামনে হৈ চৈ করতে থাকেন নিরাপত্তাকর্মীরা।
এ ব্যাপারে জানতে সিএসও এর সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততা দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৬/ হিমেল-১৬