যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল দুই দিনের সফরে ঢাকা আসছেন বুধবার (৪ মে)।
বাংলাদেশে সম্প্রতি টার্গেট কিলিং বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ২৯ এপ্রিল টেলিফোনে কথা বলেন। তারই ফলোআপ হিসেবে নিশা দেশাইয়ের বাংলাদেশ সফর ঠিক করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সফরকালে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গের সঙ্গে নিশা দেশাই বৈঠক করতে পারেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ