বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রী ড. ওসমান ফারুকের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার ব্যাপারে প্রাথমিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
বুধবার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইসিটি’র তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান ও জৈষ্ঠ্য সমন্বয়ক সানাউল হক একথা নিশ্চিত করেন।
ওসমান ফারুকের যুদ্ধাপরাধের সংশ্লিষ্টতার বিষয়ে আব্দুল হান্নান খান বলেন, অনেকের বিরুদ্ধেই অভিযোগ পাওয়া গেছে। ওসমান ফারুকের বিষয়েও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত করা হচ্ছে। এরপরই চূড়ান্ত তদন্ত করা হবে।
অন্যদিকে, সানাউল হক বলেন, একাত্তরে সংঘটিত মানবাতবিরোধী অপরাধের তদন্ত করতে গিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর ১১ জন প্রফেসরে নাম পাওয়া গেছে। যারা স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ড করেছেন। তাদের মধ্যে ড. ওসমান ফারুকের নাম রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তখন তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন।
বিডি-প্রতিদিন/০৪ মে, ২০১৬/মাহবুব